শিক্ষার্থীদের বাধায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন বন্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারি » শিক্ষার্থীদের বাধায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন বন্ধ
বুধবার, ১৭ জুলাই ২০২৪



শিক্ষার্থীদের বাধায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন বন্ধ

কোটা সংস্কারের দাবিতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার পর থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
এর আগে দুপুর ১২টায় চাষাঢ়া রেলওয়ে স্টেশনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাজা জানান, শিক্ষার্থীদের আন্দোলনে তারা স্টেশনে এসে জড়ো হয়। তাদের বাধায় ট্রেন চলাচল দুপুর ১২টা ২০ মিনিটে যেটি ঢাকা থেকে এসেছিল সেটি আটকে যায়। বিকেল ৪ টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

এদিকে রেললাইনের দুইপাশ বন্ধ রেখে সড়ক অবরোধও করেছে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:০০   ১৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ