শিক্ষার্থীদের বাধায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন বন্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারি » শিক্ষার্থীদের বাধায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন বন্ধ
বুধবার, ১৭ জুলাই ২০২৪



শিক্ষার্থীদের বাধায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন বন্ধ

কোটা সংস্কারের দাবিতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার পর থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
এর আগে দুপুর ১২টায় চাষাঢ়া রেলওয়ে স্টেশনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাজা জানান, শিক্ষার্থীদের আন্দোলনে তারা স্টেশনে এসে জড়ো হয়। তাদের বাধায় ট্রেন চলাচল দুপুর ১২টা ২০ মিনিটে যেটি ঢাকা থেকে এসেছিল সেটি আটকে যায়। বিকেল ৪ টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

এদিকে রেললাইনের দুইপাশ বন্ধ রেখে সড়ক অবরোধও করেছে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:০০   ৩২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬
পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী
তরতাজা তরুণদের হত্যার বিচার হতেই হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন



আর্কাইভ