পুলিশের ব্যারিকেড ভেঙে কফিন নিয়ে শিক্ষার্থীদের মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারি » পুলিশের ব্যারিকেড ভেঙে কফিন নিয়ে শিক্ষার্থীদের মিছিল
বুধবার, ১৭ জুলাই ২০২৪



পুলিশের ব্যারিকেড ভেঙে কফিন নিয়ে শিক্ষার্থীদের মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজার নামাজ পড়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় জানাজা শেষে পুলিশের ব্যারিকেড ভেঙে কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে এগুচ্ছেন শিক্ষার্থীরা।

বুধবার বিকেল ৪ টা ১০ মিনিটের দিকে মিছিলে নিয়ে টিএসসির উদ্দেশ্যে রওনা হন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিকেলে ৪ টা ১০ মিনিটের দিকে জানাজা শেষে কফিন নিয়ে মিছিল বের করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে তারা টিএসসি চত্বরের দিকে এগিয়ে যান। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় হুড়োহুড়িতে অনেক শিক্ষার্থী আহত হন।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ন কমিশনার সুদিপ চক্রবর্তী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের অনুরোধে এখানে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৬:৪২:১৭   ৩০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল



আর্কাইভ