ছাগলে চাল খাওয়ায় যুবককে হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

প্রথম পাতা » খুলনা » ছাগলে চাল খাওয়ায় যুবককে হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন
সোমবার, ১৫ জুলাই ২০২৪



ছাগলে চাল খাওয়ায় যুবককে হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

নড়াইলের কালিয়ায় ছাগলে চাল খাওয়ার জেরে ফিরোজ শেখ (৩০) নামে এক যুবক হত্যা মামলায় তার চাচাতো ভাই মিন্টু শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা এ রায় দেন। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

সাজাপ্রাপ্ত মিন্টু শেখ কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের ইউনুস শেখে ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমদাদুল ইসলাম ইমদাদ সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে কালিয়া উপজেলার মির্জাপুরে ছাগলে চাল খাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে ভ্যানচালক ফিরোজ শেখকে হত্যার অভিযোগ ওঠে তারই চাচাতো ভাই মিন্টু শেখের বিরুদ্ধে। এ ঘটনায় কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই কুদ্দুস শেখ। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত মিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:৫৯   ১৬ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বললেন, ‘আমরা কাউকে ছেড়ে কথা বলবো না’
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার



আর্কাইভ