গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কাউটে উদ্বুদ্ধ করতে ছাত্রীদের জন্য হলদে পাখির পোশাক

প্রথম পাতা » ছবি গ্যালারি » গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কাউটে উদ্বুদ্ধ করতে ছাত্রীদের জন্য হলদে পাখির পোশাক
সোমবার, ১৫ জুলাই ২০২৪



গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কাউটে উদ্বুদ্ধ করতে ছাত্রীদের জন্য হলদে পাখির পোশাক

জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ উপজেলা প্রশাসনের অর্থায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কাউটে উদ্বুদ্ধ করতে হলদে পাখির পোশাক বিতরন করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলা হলরুম ‘বজ্রকন্ঠে’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৮০টি বিদ্যালয়ের ৪৮০ জন ছাত্রীর জন্য এসব পোশাক সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।
বিতরনকৃত পোশাকের মধ্যে রয়েছে ক্যাপ, স্কার্ফ, কামিজ, সালোয়ার ও বেল্ট।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, বিদ্যালয়গুলোর শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক জানান, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের কাব স্কাউটের সহায়ক হিসাবে হলদে পাখির কার্যক্রম শুরু করেছে সরকার। ছাত্রীদের উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসন হলদে পাখির ড্রেস বিতরণ করেছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৩৪   ১৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ