আম্বানিদের রিসেপশনে কলকাতার কোন কোন তারকার দেখা মিলল?

প্রথম পাতা » ছবি গ্যালারি » আম্বানিদের রিসেপশনে কলকাতার কোন কোন তারকার দেখা মিলল?
সোমবার, ১৫ জুলাই ২০২৪



আম্বানিদের রিসেপশনে কলকাতার কোন কোন তারকার দেখা মিলল?

অবশেষে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে সম্পন্ন হয়ে গেল! গোটা বিশ্ব এক হয়েছে হাই প্রোফাইল বিয়ের এই অনুষ্ঠানে। বাদ নেই কলকাতার তারকারাও। পশ্চিমবঙ্গ থেকে আন্বানিদের বিয়ের অনুষ্ঠানে অংশ নিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, রাইমা সেন, নুসরত জাহান, যশ দাশগুপ্ত, রুকমিনী মৈত্র এবং সুস্মিতা চট্টোপাধ্যায়রা।

রোববার (১৪ জুলাই) সকালেই কলকাতা বিমানবন্দর থেকে একে একে রওনা শুরু করলেন আমন্ত্রিত টালি তারকারা। হাই প্রোফাইল বিয়েতে উপস্থিত থাকতে তোড়জোড় শুরু হয়েছিল অনেকদিন আগে থেকেই। মুম্বাইয়ে পাঁচতারা হোটেলে সময় কাটান তারা। সেই ভিডিও শেয়ারও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আম্বানিদের বিয়েতে উপস্থিত থাকতে আগে থেকেই পোশাক পরিকল্পনা করাই ছিল। অনন্ত-রাধিকার রিসেপশনে এক্কেবারে বাঙালি সাজে দেখা গেল শাশ্বত চট্টোপাধ্যায়কে। কলকাতার ডিজাইনার অভিষেক রায়ের ডিজাইন করা অফ হোয়াইট ধুতি-পাঞ্জাবিতে সেজেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়।

রাইমা সেন সেজেছিলেন মা মুনমুন সেনের শাড়ি গয়নায় পুরো বাঙালি সাজে। খোপায় জুঁই ফুলের মালা যেন রাইমার সৌন্দর্যকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছিল। রাইমার বোন রিয়া সেন যদিও পশ্চিমের পোশাক পরেছিলেন।

এদিকে বেজ রঙা লেহেঙ্গায় সেজেছিলেন নুসরত। যশের পরনে ছিল ঘন নীল নকশা আঁকা ব্লেজার। রুকমিনী সামঞ্জস্য বজায় রেখেছেন তার সাজে। আম্বানিদের রিসেপশনে রুকমিনী সেজেছিলেন সোনালি রঙের শাড়িতে। যেই শাড়ির অন্যতম আকর্ষন গাছের পাতার আঁচল। আর এই পোশাকে বেশ নজর কেড়েছেন অভিনেত্রী। সুস্মিতা চট্টোপাধ্যায়কেও দেখা গিয়েছে বেজ রঙা লেহেঙ্গায়। সঙ্গে হিরের গয়না সুস্মিতার সাজে বাড়তি চমক এনেছে।

টালিপাড়ার তারকাদের এই মেলবন্ধন বেশ রঙিন ছোঁয়া এনেছে আম্বানিদের রিসেপশনে। প্রত্যেক তারকাই একে অপরের সঙ্গে বিশেষ এই মুহূর্তকে ফ্রেমবন্দী করে রেখেছেন। শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে। সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন নব দম্পতিকে।

বাংলাদেশ সময়: ১৭:২৬:৫৪   ৩৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ