সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান বন্ধসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে সেক্টর কমান্ডার পর্যায়ে আলোচনা করতে দিনাজপুরের হিলি সীমান্ত গিয়ে ভারতে গেলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধি দল।
সোমবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল আরিফুল ইসলামের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ভারতে যান।
সীমান্তের শূন্যরেখায় ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমল রাওয়াত তাদের শুভেচ্ছা জানান। পরে তারা সীমান্ত পেরিয়ে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে বৈঠকে অংশ নেন।
বৈঠকে সীমান্তে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সীমান্ত হত্যা নারী ও শিশু পাচার মাদক চোরাচালান বন্ধসহ সীমান্তের বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বৈঠক শেষে বিকেলের দিকে বিজিবির প্রতিনিধি দলটির দেশে ফিরে আসার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:২১:০৫ ১৬ বার পঠিত