শাহরুখের বাড়ি সামলানোর দায়িত্ব গৌরীর নয়, কার হাতে জানেন?

প্রথম পাতা » ছবি গ্যালারি » শাহরুখের বাড়ি সামলানোর দায়িত্ব গৌরীর নয়, কার হাতে জানেন?
রবিবার, ১৪ জুলাই ২০২৪



শাহরুখের বাড়ি সামলানোর দায়িত্ব গৌরীর নয়, কার হাতে জানেন?

সুপারস্টার হওয়ার আগেই গৌরীর হৃদয় জয় করে নেন কিং খান শাহরুখ। দুজনের সংসার যেন সোনায় সোহাগা। শাহরুখের বিলাশবহুল বাড়ি মান্নাত দেখার মতো সৌন্দর্যে ভরপুর। সবটাই কি একহাতে সামলান শাহরুখপত্নী? সম্প্রতি আম্বানি পরিবারের বিয়েতে এসে মান্নাতের নিয়ন্ত্রণ ব্যবস্থার আলোচনা আবার সামনে এসেছে।

অনন্ত ও রাধিকার মহাবিবাহ অনুষ্ঠানের পর গতকাল শনিবার (১৩ জুলাই) শুভ আশীর্বাদ হয়ে গেছে। সেই আশীর্বাদে দেখা মিলেছে শাহরুখ পরিবারের।

অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের শুভ আশীর্বাদ অনুষ্ঠানে নিজের অনবদ্য স্টাইলে ভক্তদের মন্ত্রমুগ্ধ করলেন শাহরুখ খান। অনন্ত ও রাধিকার বিয়ের পর, আর্শীবাদেও ঝলমলে উপস্থিতি কিং খান পরিবারের। স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে নিয়ে এদিন হাজির হয়েছিলেন তিনি। অনুষ্ঠানস্থলে ঢোকার আগে পরিবারের সঙ্গে পোজ দেন অভিনেতা।

এদিন শাহরুখকে দেখা মিলল গাঢ় নীল রঙেরে শেরওয়ানি ও ম্যাচিং ট্রাউজারে। সঙ্গে সানগ্লাসও ছিল। সুহানা ফুলেল লেহেঙ্গা এবং স্বচ্ছ দোপাট্টার সঙ্গে একটি চকচকে ব্লাউজ পরেছিলেন। প্রায় কাঁধখোলা সেই ব্লাউজের ডিপ নেকলাইন নজরকাড়া। খোলা চুল, চোকারে অনন্যা হয়ে উঠেছিলেন মান্নাতের শেহজাদি। দেখা মিলল না দুই পুত্র আরিয়ান ও আব্রামের। অন্যদিকে গৌরী বেছে নিয়েছেন লাল-সোনালি লেহেঙ্গা-চোলি সেট।

গৌরী-সুহানা ছাড়াও শাহরুখের পরিবারের একজন ফ্রেমবন্দি হলেন। গৌরী আর সুহানার মাঝে ছিলেন শাহরুখের পরিবারের অভিভাবক। সবুজ সালোয়ারে এসেছিলেন শাহরুখের শাশুড়ি সবিতা ছিব্বর।

হিন্দুস্তান টাইমসের খবরে, গৌরী খান এক সাক্ষাৎকারে বলেছিলেন মান্নাতের নিয়ন্ত্রণ নাকি তার মা সবিতার হাতে। গৌরী বলেছিলেন, দিল্লিতে থাকলেও মান্নাতের অদৃশ্য রিমোট কন্ট্রোল আছে সবিতা চিব্বরের হাতে। বাড়ির সব কাজ পরিচালনা করা, বিশেষত, মান্নাতের সমস্ত কর্মীদের সঙ্গে প্রতি মুহূর্তে ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখেন তার মা। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার থেকে মান্নাতের প্রতিদিনের খাবারের মেনু বলে দেয়া সবই নাকি করেন শাহরুখের শাশুড়ি।

অনন্ত ও রাধিকার মহাবিবাহ অনুষ্ঠানের পর গতকাল শনিবার (১৩ জুলাই) শুভ আশীর্বাদ হয়ে গেছে। রোববার (১৪ জুলাই) জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসবের মধ্য দিয়ে তাদের মহাবিবাহ সমাপ্ত হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:১৩   ৩৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ
সংসার সুখী হওয়ার টিপস দিলেন টয়া



আর্কাইভ