ওয়াকিটকি, হ্যান্ডকাপ ও অস্ত্রসহ ভুয়া ডিবি আটক

প্রথম পাতা » খুলনা » ওয়াকিটকি, হ্যান্ডকাপ ও অস্ত্রসহ ভুয়া ডিবি আটক
শনিবার, ১৩ জুলাই ২০২৪



ওয়াকিটকি, হ্যান্ডকাপ ও অস্ত্রসহ ভুয়া ডিবি আটক

যশোরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুর্জয় বাবু ঘোষ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, চার জোড়া হ্যান্ডকাপ, একটি শটগানের গুলি, ১২টি গুলির খোসা, পাঁচটি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল ও ৪টি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ১১টায় ডিবি পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

আটক দুর্জয় বাবু ঘোষ যশোর শহরের এইচএমএম রোডের মৃত চিত্তরঞ্জন ঘোষের ছেলে।

ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুর্জয় বাবু ঘোষ নামে এক যুবক নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় আর্থিক সুবিধা নিচ্ছে। এরপর শুক্রবার বিকেলে যশোর শহরের বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, তার ঘর থেকে একটি ওয়াকিটকি সেট, চার জোড়া হ্যান্ডকাপ, একটি শটগানের গুলি, গুলির খোসা ১২টি, পাঁচটি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল ও ৪টি ধারালো অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলার রুজু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৫২   ২৯ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বললেন, ‘আমরা কাউকে ছেড়ে কথা বলবো না’
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার



আর্কাইভ