ওয়াকিটকি, হ্যান্ডকাপ ও অস্ত্রসহ ভুয়া ডিবি আটক

প্রথম পাতা » খুলনা » ওয়াকিটকি, হ্যান্ডকাপ ও অস্ত্রসহ ভুয়া ডিবি আটক
শনিবার, ১৩ জুলাই ২০২৪



ওয়াকিটকি, হ্যান্ডকাপ ও অস্ত্রসহ ভুয়া ডিবি আটক

যশোরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুর্জয় বাবু ঘোষ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, চার জোড়া হ্যান্ডকাপ, একটি শটগানের গুলি, ১২টি গুলির খোসা, পাঁচটি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল ও ৪টি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ১১টায় ডিবি পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

আটক দুর্জয় বাবু ঘোষ যশোর শহরের এইচএমএম রোডের মৃত চিত্তরঞ্জন ঘোষের ছেলে।

ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুর্জয় বাবু ঘোষ নামে এক যুবক নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় আর্থিক সুবিধা নিচ্ছে। এরপর শুক্রবার বিকেলে যশোর শহরের বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, তার ঘর থেকে একটি ওয়াকিটকি সেট, চার জোড়া হ্যান্ডকাপ, একটি শটগানের গুলি, গুলির খোসা ১২টি, পাঁচটি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল ও ৪টি ধারালো অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলার রুজু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৫২   ৪৭ বার পঠিত  




খুলনা’র আরও খবর


বাগেরহাটে বিক্রয়কর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন
শেষ মুহূর্তে জমজমাট খুলনার ঈদবাজার; পাকিস্তানি পোশাকে ঝুকছেন তরুণীরা



আর্কাইভ