সাভারে জুয়ার আসর থেকে আটক ৬

প্রথম পাতা » ছবি গ্যালারি » সাভারে জুয়ার আসর থেকে আটক ৬
শুক্রবার, ১২ জুলাই ২০২৪



সাভারে জুয়ার আসর থেকে আটক ৬

সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে সাভারের আমিনবাজার বড়দেশী বাজারের একটি দোকান থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: জামালপুরের রাসেল (২৪), একই জেলার শহিদুল ইসলাম (২৭), বিল্লাল হোসেন (৪০), নান্দু মিয়া (৩২), মো. আলম (৩৫) ও শেরপুর জেলার হালিম (৩৭)। তারা সবাই সাভারের আমিনবাজার বরদেশী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমিনবাজারের বরদেশী গ্রামে জুয়ার আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ইটভাটার পাশে খোলা জায়গা থেকে ছয় জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। জুয়ার আসর থেকে এক বান্ডেল প্লেয়িং কার্ড (তাস) ও নগদ ৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক জুয়াড়িদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৫৫   ২৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ