পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঢেউটিন বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারি » পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঢেউটিন বিতরণ
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪



পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঢেউটিন বিতরণ

জেলায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঢেউটিন এবং টাকা বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে আজ বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শ ম রেজাউল করিম এমপি এই ত্রাণ বিতরণ করেন। তিনি অর্ধশত পরিবারের হাতে ঢেউটিন ও টাকা তুলে দেন। এতে প্রতি বান্ডিল টিনের সঙ্গে ঘর মেরামতের জন্য ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদ মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন শানু, কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান শিহাব হোসেন বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৫৮   ১৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ