ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪



ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপাইন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুলাই) ৬.৭ মাত্রার এ ভূ-কম্পন হয়েছে বলে নিশ্চিত করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, বৃহস্পতিবার ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৭। ভূপৃষ্ঠ থেকে এটির গভীরতা ৬৩০ কিলোমিটার (৩৯১.৪৬ মাইল) ছিল বলে জানিয়েছে সংস্থাটি।

ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানায়, এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি। তবে আফটারশক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইন দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত। তাই এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্প সাধারণ ঘটনা।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৬.৭ মাত্রার ওই ভূমিকম্পটি দেশের দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২.১ মাইল) দক্ষিণ-পূর্বে আঘাত হানে।

বাংলাদেশ সময়: ১২:১৫:২৭   ২৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ



আর্কাইভ