জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নবনিযুক্ত নির্বাহী চেয়ারম্যান ডা. মো. সারোয়ার বারী।
তিনি আজ ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে দেশের স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে বেজার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সারোয়ার বারী গতকাল বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করা পর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আশ্বাস দেন এবং বেজাকে বিনিয়োগবান্ধব ও শক্তিশালী সংস্থা হিসেবে প্রতিষ্ঠায় তাদের সহযোগিতা কামনা করেন।
সারোয়ার বারী বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে পদায়নের পূর্বে তিনি স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সরকার তাকে বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।
বাংলাদেশ সময়: ১৯:১০:৩২ ৬২ বার পঠিত