তীব্র দাবদাহে পুড়ছে যুক্তরাষ্ট্র, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ

প্রথম পাতা » আন্তর্জাতিক » তীব্র দাবদাহে পুড়ছে যুক্তরাষ্ট্র, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ
সোমবার, ৮ জুলাই ২০২৪



তীব্র দাবদাহে পুড়ছে যুক্তরাষ্ট্র, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাবদাহ আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, বাল্টিমোর ও মেরিল্যান্ডের কয়েকটি অঞ্চলে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে তাপমাত্রা। এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

জুন মাস থেকে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে চরম তাপপ্রবাহ চলছে। দেশটির পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়া তাপপ্রবাহের কারণে বিপজ্জনকভাবে বাড়ছে তাপমাত্রা। এতে করে দেশটির ১৩ কোটির বেশি মানুষ রেকর্ড তাপপ্রবাহের হুমকিতে পড়েছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) জানিয়েছে, ওরেগন রাজ্যের ইউজিন, পোর্টল্যান্ড এবং সালেমসহ বেশ কয়েকটি শহরে রেকর্ড দাবদাহ দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে ভেঙে যেতে পারে আরও বেশ কিছু রেকর্ড।

এনডব্লিউএস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের বেশিরভাগ অংশে তাপমাত্রা বেড়ে যাবে এবং শুক্রবার পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে। এ ছাড়া পূর্বাঞ্চলের জন্যও পূর্বাভাস রয়েছে। বাল্টিমোর ও মেরিল্যান্ডের বিভিন্ন অঞ্চলে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে তাপমাত্রা।

এনডব্লিউএস পরামর্শ দিয়েছে পর্যাপ্ত পানি পান করার, শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বা ছায়ায় অবস্থান করার, সূর্যের আলো থেকে দূরে থাকার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার। তবে গরমে স্বস্তি পেতে অনেকেই যাচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রণ কেন্দ্রে, কেউবা আবার নদী বা লেকের ধারে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৪১   ৩২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ



আর্কাইভ