রিজার্ভ সংকট মোকাবিলায় চীনের কাছে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (০৪ জুলাই) কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডি ক্যাব আয়োজিত এক আলোচনা সভায় একথা জানান তিনি।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন,
রিজার্ভ সংকট মোকাবিলায় চীনের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশের প্রথম অন্য দেশ থেকে সহযোগিতা প্রত্যাশা।
তিনি আরও বলেন, এ বিষয়ে একটি সাফল্য আসতে পারে প্রধানমন্ত্রীর সফরে। তবে এখনো সে বিষয়ে কিছু বলতে চান না তিনি।
এ সময় তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প সম্পর্কে ইয়াও ওয়েন বলেন, ‘এ প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি আছে চীন। যেকোনো সিদ্ধান্তকে আমরা সম্মান করব। এ প্রকল্প নিয়ে প্রস্তাব দিয়েছিলাম আমরা। এখনও আমরা বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায়।’
প্রধানমন্ত্রীর চীন সফরে এদেশের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, কৃষি সহযোগিতা, ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট, ডিজিটাল ইকোনমি, শিক্ষা ও গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। এছাড়াও দুদেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানো এবং রোহিঙ্গা সংকটও তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২:৪১:২৫ ১৩ বার পঠিত