স্টাডি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে শাপলা কুড়ির আসরের শাখা কমিটি গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারি » স্টাডি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে শাপলা কুড়ির আসরের শাখা কমিটি গঠন
বুধবার, ৩ জুলাই ২০২৪



স্টাডি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে শাপলা কুড়ির আসরের শাখা কমিটি গঠন

নারায়ণগঞ্জ বন্দরের স্টাডি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে জাতীয় শিশু কিশোর সংগঠন শাপলা কুড়ির আসরের শাখা গঠন ও আলোচনা সভা

অনুষ্ঠিত হয়। ২ জুলাই (মঙ্গলবার) শাপলা কুড়ির আসরের শাখা গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাসিকের এর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শাওন অংকনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাপলা কুড়ির আসরের কেন্দ্রীয় সম্মেলন কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আশিক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব,লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির ২৪/২৫ এর প্রেসিডেন্ট আবদুল জলিল ভূইয়া, স্কুলের উপাধ্যক্ষ মনিরা আক্তার মুন্নী।

শিশুদের মাঝে আলোচনা সভা শেষে ৪১ সদস্যবিশিষ্ট শাখা কমিটি গঠিত হয়। উপদেষ্টা মোঃ আনিসুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোসাঃ হাসিনা বেগম।পৃষ্ঠপোষক জলিলুর রহমান মোঃ ইব্রাহীম খলিল ও ফরিদ মিয়া।

সভাপতি মনিরা আক্তার মুক্তি, সহ সভাপতি আয়েশা আক্তার ঝুমা,সাধারণ সম্পাদক শম্পা মজুমদার, সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক মাধবী বর্মন, দপ্তর সম্পাদক জেনিয়া আক্তার জুই,সাহিত্য সম্পাদক শিল্পী আক্তার, সংস্কৃতি সম্পাদক সুমাইয়া ইসলাম অনামিকা, পাঠাগার ও চিত্রকলা সম্পাদক ইতিমনি,ক্রীড়া ও শরীরচর্চা সম্পাদক মোঃ শরিফ, সমাজ কল্যান সম্পাদক শ্রাবন্তী সরকার। সদস্য আদি সারোয়ার, নাসিরা আনান তুহিন,নিপা আক্তার, তিলোত্তমা, জুনায়েদ, বাসুদেব, সুস্মিতা, অধরা,জুয়েল, তুলি,জান্নাত,

শ্রীজিৎ,জুনায়েত,ভাবনা,মারিয়া,ইশিকা,রাকেশ,মরিয়মতাসফিন,হাবিবা,জেনিফা,কামরুন নাহার,সারা,সোহানা,আয়েশা,সামসুন নাহার,রবিউল, ,রাফিদ,আনিছা,আঃ রহমান ও প্রীয়ান্কা।অনুষ্ঠান পরিচালনা করেন শাপলা কুড়ির আসরের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও মহানগর শাখার অন্যতম সংগঠক বাবু সারোয়ার।

বাংলাদেশ সময়: ১:১৭:১৫   ২০৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গণঅভ্যুত্থানে শেরপুরের দুই শহীদ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
স্বৈরাচারমুক্ত বরকতময় দিন উদযাপন করছি : তারেক রহমান
ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
ঈদে সার্বিক নিরাপত্তা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সেনাবাহিনী প্রধান
চাঁদ দেখা গেছে : আগামীকাল পবিত্র ঈদুল ফিতর



আর্কাইভ