বঙ্গবন্ধুর ৬ দফার সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের নাম : চসিক মেয়র

প্রথম পাতা » চট্রগ্রাম » বঙ্গবন্ধুর ৬ দফার সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের নাম : চসিক মেয়র
বুধবার, ৭ জুন ২০২৩



বঙ্গবন্ধুর ৬ দফার সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের নাম : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত ছয় দফা দাবির সঙ্গে চট্টগ্রামের নাম জড়িয়ে আছে।
বুধবার (৭ জুন) নগরীর লালদীঘির মাঠে ছয় দফা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চসিক মেয়র ও কাউন্সিলরা।
এসময় মেয়র বলেন, বঙ্গবন্ধু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও চট্টগ্রামের জনগণের বীরত্বের ইতিহাসকে মাথায় রেখে চট্টগ্রামেই প্রথম প্রকাশ্য জনসভার মাধ্যমে ছয় দফা তুলে ধরেন। স্কুলছাত্র থাকা অবস্থায় আমার সরাসরি বঙ্গবন্ধুর সে ঘোষণা শোনার সুযোগ হয়েছিল।
তিনি বলেন, এই ছয় দফা ঘোষণার পর চট্টগ্রামসহ সারা দেশের সচেতন মানুষ বুঝতে পারে, আমাদের স্বাধীনতার লড়াই সন্নিকটে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি আজকে ছয় দফাসহ মুক্তিযুদ্ধে চট্টগ্রামের ব্যাপক অবদানের ইতিহাস অনেকটাই আড়ালে চলে গেছে। তবে বাংলাদেশের স্বাধীনতা এবং ছয় দফার সঙ্গে চট্টগ্রামের নাম সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, গোলাম মো. জোবায়ের, মো. আবদুস সালাম, এম আশরাফুল আলম ও নূর মোস্তফা টিনু।

বাংলাদেশ সময়: ২২:৪৮:০২   ৩৮ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা



আর্কাইভ