জেলার উপজেলা সদরে আজ ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২০ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে সহায়তার চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর যৌথ এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী ও উপজেলা সমাজসেবা অফিসার মো. বাহাউদ্দিন।
অনুষ্ঠানে ক্যান্সারে আক্রান্ত ১৫ জন, কিডনি রোগে ৩ জন, স্ট্রোকে প্যারালাইজড ১ জন ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১ জনসহ মোট ২০ জনকে আর্থিক সহায়তা দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭:০৮:২৯ ২৩ বার পঠিত