গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন।
একই মন্ত্রণালয়ের সচিব হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ার পর আজ মঙ্গলবার বেলা ১২ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশেসেবায় নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির জন্য করা হয় প্রার্থনা।
এসময় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) চেয়ারম্যান আফতাব আলী সেখ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ডঃ সেলিম রেজা, উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, গোপালগঞ্জ পরমাণু ভবনের (ইনমাস) পরিচালক আজমল কবির সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সচিব মো. আলী হোসেন বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান । সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
বাংলাদেশ সময়: ১৬:২১:৫৪ ১৪ বার পঠিত