গুলশানে ৪০ লাখ টাকার অনিবন্ধিত বিদেশি ওষুধ জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারি » গুলশানে ৪০ লাখ টাকার অনিবন্ধিত বিদেশি ওষুধ জব্দ
সোমবার, ১ জুলাই ২০২৪



গুলশানে ৪০ লাখ টাকার অনিবন্ধিত বিদেশি ওষুধ জব্দ

রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারে অভিযান চালিয়ে ১১৫ ধরনের ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গতকাল সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ১৫ জন কর্মকর্তা অংশ নেন।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ছয়টি ফার্মেসি থেকে মোট ১১৫ ধরনের বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে। এসব বিদেশি ওষুধের মধ্যে কিছু অবৈধভাবে দেশে আনা হয়েছে এবং কিছু দেশি প্রতিষ্ঠান উত্পাদন করেছে।’

তিনি বলেন, ‘নিম্নমানের অনিবন্ধিত ওষুধ বিক্রি অপরাধ। এতে মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে।
তাই এগুলো জব্দ করা হয়েছে। ওষুধ দোকানিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সন্তুষ্টিমূলক জবাব না দিতে পারলে মামলা করা হবে। এগুলো বিদেশি ওষুধ (অনিবন্ধিত)।
বাংলাদেশের বাজারে এসব ওষুধ বিক্রি করতে হলে নিবন্ধন নেওয়া প্রয়োজন। প্রয়োজন থাকলেও এসব ওষুধের প্যাকেজিংয়ে কোনো নিবন্ধন নম্বর নেই। ওষুধগুলোর বেশির ভাগই ভারত ও থাইল্যান্ডের।’

এর আগে জুনে ঢাকার বাবুবাজার এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের নিবন্ধনহীন নকল ওষুধ জব্দ করে ঔষধ প্রশাসন অধিদপ্তর। একই সঙ্গে সন্ধান মেলে নকল প্রেগন্যান্সি টেস্ট কিট ও খোলা কনডম প্যাকেটজাত করার কারখানার।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪৭   ১৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা



আর্কাইভ