আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়াকে জেলে রেখে তারেক রহমানকে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।
শনিবার (২৯ জুন) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
কামরুল ইসলাম বলেন, বিএনপি নেতারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জেল খাটেন। তারা বার মাস আদালতে ধরনা দিয়ে জামিন নেন। কিন্তু খালেদা জিয়ার ব্যাপারে তারা একবার উচ্চ আদালতে গেলেও আদালতের দরজায় বার বার যান না।
এসময় শেখ হাসিনা মানবতার মা বলেই খালেদা জিয়া জেলের বাইরে আছেন বলে মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার মুক্তি পেতে হলে আদালতের দরজায় যান, আন্দোলন করে কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। আন্দোলনের মাধ্যমে বিভীষিকা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
কামরুল ইসলাম বলেন, বিএনপি বিষধর সাপ, এরা সন্ত্রাসী দল। জামায়াতকে সঙ্গে নিয়ে তারা ছোবল মারবে। বিএনপি নির্বাচনে আসে না, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচনে না এসে এরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।
বাংলাদেশ সময়: ২২:৫৬:০৩ ১৬ বার পঠিত