দেশের অন্যতম ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির আর নেই৷ বেশ কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ থাকা ৭৯ বছর বয়সী এ ক্রীড়া সংগঠক বুধবার (২৬ জুন) বিকেলে বেসরকারি একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে তার ৷
তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি৷ এছাড়া, বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের সহসভাপতিও ছিলেন কুতুবউদ্দিন আকসির। দায়িত্বে ছিলেন ক্রীড়াঙ্গনের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনেও। ২০০৬ সালে দোহায় এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশনের দায়িত্বে ছিলেন। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা পরবর্তী সময় থেকেই জেলা ও জাতীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনে তার সম্পৃক্ততা। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন। গত কয়েক বছর বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতায় নারায়ণগঞ্জের বাড়িতেই থাকতেন।
কুতুবউদ্দিন আকসিরের স্ত্রী আঞ্জুমান আরা আকসিরও ক্রীড়া ও নারী সংগঠক।
আকসিরের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, ক্রিকেট বোর্ড, সাতার, দাবা ফেডারেশন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ জেলা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ আরও অনেক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছে।
বাংলাদেশ সময়: ২৩:০৬:৫৫ ১৭ বার পঠিত