ঢাকা, ২৬ জুন ২০২৪ : আজ জাতীয় সংসদের শপথকক্ষে এসপিসিপিডি প্রকল্প আয়োজিত ‘রোল অব পার্লামেন্টারিয়ানস ইন একসিলারেটিং পলিসি একশনস টু এচিভ দ্য আইসিপিডি গোলস ইন বাংলাদেশ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা’ সাব-কমিটির আহ্বায়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক কমিটির সভাপতি আ,স,ম, ফিরোজ এমপি- এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু এমপি এবং হুইপ সানজিদা খানম এমপি, ইউএনএফপিএ এর পিপিআর প্রধান ড. মো: শহীদুল ইসলাম এবং ইউএনএফপিএ এর স্বাস্থ্য বিষয়ক প্রধান বিভবেন্দ্র রঘুবংশী বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালাম।
অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে মাদ্রাসা শিক্ষা, সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার কোন স্তরে বাল্যবিবাহ ও কৈশোর গর্ভধারণের প্রবণতা বেশি তা জরিপের মাধ্যমে তুলে ধরার পরামর্শ দেয়া হয়। এছাড়া রোহিঙ্গাদের চাপে কক্সবাজারের সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রের অবকাঠামোগত সংকট নিরসনে পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়।
অনুষ্ঠানে আলোচকরা এলাকাভিত্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে প্রত্যেক গর্ভবতী মায়ের সমস্যাগুলো আলাদাভাবে চিহ্নিত করে সে অনুযায়ী সেবা প্রদানের মাধ্যম নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং মায়েরদের স্বাস্থ্য ঝুঁকি লাঘবে পদক্ষেপ নিতে আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক কামাল বিল্লাহ এর সঞ্চালনায় এ পলিসি ডায়লগে অপরাজিতা হক এমপি, দ্রৌপদি দেবী আগরওয়ালা এমপি, আব্দুল্লাহ নাহিদ নিগার এমপি, বিপ্লব হাসান এমপি, ডাঃ সামিল উদ্দিন শিমুল এমপি, মো: আসাদুজ্জামান এমপি, আরমা দত্ত এমপি,বাসন্তী চাকমা এমপিসহ অন্যান্য সংসদ সদস্যগন ও ইউএনএফপিএ’র প্রতিনিধিসহ জাতীয় সংসদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৩২:০০ ১৮ বার পঠিত