অরিজিৎকে দেখে কান্না তরুণীর, হাসি ফোটানোর চেষ্টা গায়কের

প্রথম পাতা » ছবি গ্যালারি » অরিজিৎকে দেখে কান্না তরুণীর, হাসি ফোটানোর চেষ্টা গায়কের
বুধবার, ৭ জুন ২০২৩



অরিজিৎকে দেখে কান্না তরুণীর, হাসি ফোটানোর চেষ্টা গায়কের

প্রিয় তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করে ভক্তদের নানা কাণ্ডই ঘটাতে দেখা যায়। কখনো পছন্দের তারকাকে কাছে পেলে খুশিতে কাঁদতেও দেখা যায়। তেমনি কিছুর দেখা মিললো ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের একটি শো’তে।

এই গায়কের এক ফ্যান পেইজে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অরিজিৎ-এর লাইভ কনসার্টে এসে গায়ককে দেখে চোখে কান্না চলে আসে এক তরুণীর। কিছুতেই নিজের আবেগকে নিয়ন্ত্রন করতে পারছিলেন না তিনি।

এসময় গান গাইতে থাকা অরিজিৎ-এর নজরেও পড়ে বিষয়টি। তরুণীর কান্না থামানোর চেষ্টা শুরু করেন এই গায়ক। স্টেজ থেকেই হাত দিয়ে হাসার ইঙ্গিত করতে থাকেন ওই তরুণীকে। একপর্যায়ে তার উদ্দেশ্য ছুড়ে দেন ‘উড়ন্ত চুমু’ও।

অরিজিৎ-এর এই ব্যবহার মুগ্ধ করে সকলকে। তার সেই ভিডিওতে ভক্তরাও নানা মন্তব্য করে ভালোবাসা জানান গায়কের প্রতি। একজন লিখেছেন, ‘এই ছেলেটাকে ভীষণ ভালোবাসি। ভীষণ খাঁটি একটা মানুষ।’ অন্য একজন লিখেছেন, ‘মন ছুঁয়ে গেল’।

উল্লেখ্য, সারা-ভিকির ‘জারা হটকে জারা বাঁচকে’ সিনেমায় অরিজিৎ সিং-এর গলায় ‘ফির অউর কেয়া চাহিয়ে’ গানটি ইতিমধ্যেই ব্যপক সাড়া ফেলেছে। এর আগে ঠিক একইভাবে হিট হয়েছিল ‘ঝুমে জো পাঠান’ গানটিও।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৫৮   ৪৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ
সংসার সুখী হওয়ার টিপস দিলেন টয়া



আর্কাইভ