বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি আজ ২৬ জুন ২০২৪ তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রধান কার্যালয় বলাকায় বিমান এর সার্বিক কার্যক্রম নিয়ে বিমান ম্যানেজমেন্ট এর সাথে মতবিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জাহিদুল ইসলাম ভূঞা, বিমানের পরিচালকবৃন্দ ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সার্বিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় মন্ত্রী যাত্রীসেবা, টিকেটিং, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১৭:৪৭:১১ ১৯ বার পঠিত