রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারি » রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠক
বুধবার, ৭ জুন ২০২৩



রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠক

ঢাকা, ০৭ জুন ২০২৩ : একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি-র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আসাদুজ্জামান নূর এমপি, মোঃ শফিকুল আজম খাঁন এমপি, মো: সাইফুজ্জামান এমপি, এইচ এম ইব্রাহিম এমপি, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ২৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ রেলওয়ের ভূমি ব্যবস্থাপনা নীতিমালা ২০২০, ঢাকা সার্কুলার রেললাইন নির্মাণ পরিকল্পনার সর্বশেষ অবস্থা, চট্টগ্রাম-কলকাতা ট্রেন চালুর অগ্রগতি, বাংলাদেশ রেলওয়ের আধুনিক কল সেন্টার স্থাপন, চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা, চট্টগ্রাম সাত রাস্তার মোড়ে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে কার্যক্রম সমাপ্তির বিষয়ে সুপারিশ প্রদান করে স্থায়ী কমিটি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণপূর্বক বাংলাদেশ রেলওয়ের সুবিধাজনক স্থানসমূহে ব্যাপক বনায়ন এবং সোলার প্যানেল স্থাপনে সম্ভাব্যতা যাচাইপূর্বক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে স্থায়ী কমিটি।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:০১   ৩৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রূপগঞ্জে নিজ দলের হামলায় ছাত্রদল নেতা পাভেল নিহত
আল্লাহর নবী হজরত ঈসা (আ.) সম্পর্কে কোরআনে যা উল্লেখ আছে
জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল



আর্কাইভ