২০২৪ সালের জুন পর্যন্ত কোচ হোসে লুইস মেন্ডিলিবারের সাথে চুক্তি নবায়ন করেছে উয়েফা ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া। ক্লাব সূত্র গতকাল এই তথ্য নিশ্চিত করেছে।
মৌসুমের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য মার্চে সেভিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন মেন্ডিলিবার। তার একমাত্র লক্ষ্যই ছিল সেভিয়াকে সিরি-এ লিগের রেলিগেশন থেকে রক্ষা করা। তার অধীনে সেভিয়া লিগ শেষে টেবিলের ১২তম স্থানে ছিল। একইসাথে রেকর্ড সাতবারের ইউরোপা লিগ শিরোপাও তিনি উপহার দিয়েছেন।
৬২ বছর বয়সী মেন্ডিলিবারের অধীনে ইউরোপা লিগের ফাইনালে রোমাকে পেনাল্টিতে পরাজিত করার আগে সেভিয়া ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসকে হারিয়েছে।
সেভিয়ার সহ-সভাপতি হোসে মারি ডেল নিডো কারাসকো রেডিও স্টেশন ডিপোর্তে কোপ সেভিয়াতে মেন্ডিলিবারের চুক্তি নবায়নের বিষয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন। পরবর্তীতে ক্লাবের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:২০:১২ ৪২ বার পঠিত