মালয়েশিয়া বাংলাদেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে সচিবালয়ে বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাসিমের সঙ্গে বৈঠকের পর তিনি এমন কথা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া। পারস্পরিকভাবে সে পরিবেশ তৈরিতে দুইদেশ একসঙ্গে কাজ করবে বলে বিশ্বাস করে মালয়েশিয়া।’
প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘বিদেশিরা বিনিয়োগ করতে ও বাড়াতেই চায়। কিন্তু নানান শুল্ক, বাড়তি কর ও বাড়তি মূসক এই খাতের এগিয়ে যাওয়ার গতিকে ধীর করে দিচ্ছে। এ নিয়ে রাজস্ব বোর্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করি।’
তিনি আরও বলেন, ‘আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান কোম্পানি। নতুন করে রাজস্ব না বাড়িয়ে সেবার মান বাড়লে আইসিটি সেক্টরে নতুন খাত তৈরি হবে। এতে রাজস্ব আহরণ ও বিনিয়োগ বাড়বে।’
বাংলাদেশ সময়: ১৩:৫৪:২৩ ২৪ বার পঠিত