জেলার বেড়া পৌরসভা এলাকায় প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি। এ সময় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সবাই মিলে একসাথে কাজ করার বিষয়ে মতবিনিময় করেন তিনি।
আজ (বুধবার) বেড়া পৌরসভার ডাক বাংলা মোড়ে বেড়া ডায়াবেটিক সমিতির নব নির্মিত ভবন, হুরাসাগর নদীর উপর প্রস্তাবিত ব্রিজ ও পোর্ট চত্বরে প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্ক প্রকল্প এলাকা পরিদর্শন করেন ডেপুটি স্পিকার।
বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আব্দুর রউফ তালুকদার এ সময় তার সঙ্গে ছিলেন।
মানবাধিকার কমিশনের সদস্য মো: সেলিম রেজা, বেড়া পৌর মেয়র এ্যাডভোকেট এস এম আসিফ সামস রঞ্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগন, স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বেড়া পৌরসভার কনফারেন্স রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯:২৪:০৩ ১৯ বার পঠিত