মাগুরায় মাইক্রো-নছিমন সংঘর্ষ, প্রাণ গেল একজনের

প্রথম পাতা » খুলনা » মাগুরায় মাইক্রো-নছিমন সংঘর্ষ, প্রাণ গেল একজনের
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪



মাগুরায় মাইক্রো-নছিমন সংঘর্ষ, প্রাণ গেল একজনের

মাগুরায় মাইক্রোবাস ও ধানবাহী নছিমন মুখোমুখি সংঘর্ষে নিজামউদ্দিন নামে একজন নিহত হয়েছেন। তিনি মাইক্রোবাস যাত্রী ছিলেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের কামারখালী ধায়ামাসী জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা নিজামউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিজামউদ্দিনের স্ত্রী, ছেলে ও মেয়ে আহত হন। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত নিজামউদ্দিনের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার মনহরপুর গ্রামে। তার বাবার নাম মৃত নুরউদ্দিন মিয়া।

নিজামউদ্দিনের ছেলে মাহমুদ হাসান রাহুল জানিয়েছেন, তারা রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি মাইক্রোবাসে গ্রামের বাড়ি মনহরপুরে যাচ্ছিলাম। পথে ফরিদপুরের কামারখালি এলাকায় মাইক্রোবাসের সঙ্গে নসিমনের সংঘর্ষ হয়। স্থানীয়রা আমাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। মায়ের অবস্থা কিছুটা খারাপ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানিয়েছেন, মরদেহ হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪২:২৬   ২০ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বললেন, ‘আমরা কাউকে ছেড়ে কথা বলবো না’
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার



আর্কাইভ