পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শেষ করে আবারও রেল যোগাযোগ স্বাভাবিক করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ জুন) বেলা পৌনে ১১টা থেকে ওই রুটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
জলপাইগুড়ির ফাঁসিওদেওয়া রাঙাপানি এলাকায় যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে, সেই ডাউন লাইনের রেল যোগাযোগ স্বাভাবিক করেছে রেল কৃর্তপক্ষ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার মধ্যেই লাইনের মেরামতকাজ শেষ করা হয়। আর বেলা পৌনে ১১টায় হুইসেল বাজিয়ে আসাম এক্সপ্রেস ঘটনাস্থল অতিক্রম করে।
এর আগে সোমবার সন্ধ্যাতেই আপ লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করে ভারতীয় রেল। আর দুর্ঘটনাকবলিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের নিয়ে গভীর রাতেই উদ্ধারকারী বিশেষ ট্রেন শিয়ালদাহ পৌঁছায়।
রেল দুর্ঘটনার কারণ হিসেবে, মালবাহী ট্রেনের সিগন্যাল না মানাকে দায়ী করছে ভারতের রেল বোর্ড। এ ঘটনায় মামলা হয়েছে তিনটি। কাজ শুরু করেছে কেন্দ্র ও রাজ্য সরকারের পৃথক কয়েকটি তদন্ত কমিটিও।
ভারতে রেল দুর্ঘটনা নতুন নয়। সবশেষ বিশ্ব গণমাধ্যমের প্রধান শিরোনাম হয়েছিল ওড়িশার বাহানাগা স্টেশনের চেন্নাই গাড়ি করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৯৬ জন।
অভিযোগ রয়েছে, এসব দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আলোর মুখ দেখেনা। সুরাহা হয়না নথিভুক্ত মামলাগুলোরও।
বাংলাদেশ সময়: ১৪:৩৬:১৯ ১৭ বার পঠিত