দুটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারি » দুটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন
মঙ্গলবার, ৬ জুন ২০২৩



দুটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

জাতীয় সংসদে দুটি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছে সংসদ।

মঙ্গলবার (৬ জুন) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদে কমিটিগুলো পুনর্গঠনের জন্য প্রস্তাব করেন।

এতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়।

পরিবর্তিত সংসদীয় কমিটিগুলোর মধ্যে রয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় মঙ্গলবার বিকেল ৫টা ২ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে এ সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল এ বাজেটের ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

আগামী এক বছর দেশ পরিচালনার সার্বিক আয়-ব্যয়ের হিসাব রয়েছে এই বাজেটে। এটি আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বাংলাদেশের ৫২তম বাজেট। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে আর ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৫:০৬   ৯০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রূপগঞ্জে নিজ দলের হামলায় ছাত্রদল নেতা পাভেল নিহত
আল্লাহর নবী হজরত ঈসা (আ.) সম্পর্কে কোরআনে যা উল্লেখ আছে
জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল



আর্কাইভ