মৃণাল সেনের হাত ধরে বদলে যান মিঠুন চক্রবর্তী

প্রথম পাতা » ছবি গ্যালারি » মৃণাল সেনের হাত ধরে বদলে যান মিঠুন চক্রবর্তী
রবিবার, ১৬ জুন ২০২৪



মৃণাল সেনের হাত ধরে বদলে যান মিঠুন চক্রবর্তী

সত্তরের দশকে ভারতীয় শোবিজে মিঠুন চক্রবর্তী ছিলেন এক ঝড়ের নাম। বক্স অফিসে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। নিজেই ভাঙতেন নিজের রেকর্ড। আজ ৭৪ বছরে পা রাখলেন ‘ডিসকো ড্যানসার’ খ্যাত এ তারকা।

মিঠুন চক্রবর্তী একাধারে একজন অভিনেতা, প্রযোজক, রাজনীতিবিদ। ১৯৫০ সালের ১৬ জুন আজকের এ দিনে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। মিঠুনের আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী।

ছোটবেলা থেকেই নাচের প্রতি তার আগ্রহ বেশি ছিল। তবে মারামারিও করতে পছন্দ করতেন তিনি। তাই নাম লেখান কুস্তিগীরের খাতায়। পশ্চিমবঙ্গ রাজ্য রেসলিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র শাখায় বিজয়ী মিঠুন। শুধু তাই নয়, মার্শাল আর্টসেও রয়েছে তার ব্ল্যাক বেল্ট।

জীবিকার তাগিদে অনেক সময় না খেয়েও থাকতে হয়েছে গৌরাঙ্গকে। অনেক উত্থান-পতনের পর তার ভাগ্য ফেরে উপমহাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের হাত ধরে।

মৃণাল সেন তার সিনেমা ‘মৃগয়া’-র জন্য গৌরাঙ্গকে কাস্ট করেন। ১৯৭৬ সালের এ সিনেমায় বলিউডে প্রথম অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তারপর থেকেই গৌরাঙ্গ সবার কাছে পরিচিতি পেতে শুরু করে মিঠুন চক্রবর্তী হিসেবে।

ব্যক্তিজীবনে তেমন আড়ম্বর পছন্দ নয় মিঠুনের। তাই জন্মদিনেও তেমন বিশেষ আয়োজন করতে পছন্দ করেন না। তবে এ দিনটা পরিবারের সঙ্গে কাটাতেই ভালোবাসেন কিংবদন্তি এ তারকা।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৪১   ৩১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন



আর্কাইভ