দারুণ জয়ে শুরু সুইজারল্যান্ডের

প্রথম পাতা » খেলা » দারুণ জয়ে শুরু সুইজারল্যান্ডের
শনিবার, ১৫ জুন ২০২৪



দারুণ জয়ে শুরু সুইজারল্যান্ডের

হাঙ্গেরীকে ৩-১ গোলে হারিয়ে ইউরো শুরু করেছে সুইজারল্যান্ড। কোলনে কোয়াদো দুয়ার গোলে শুরুতে এগিয়ে যায় তারা। বিরতির আগেই ব্যবধান বাড়ান মিশেল আবিশের। দ্বিতীয়ার্ধে হাঙ্গেরি এক গোল ফিরিয়ে দিলেও সমতায় ফিরতে পারেনি।

উল্টো অতিরিক্ত সময়ে আরও এক গোল করে সুইসদের জয় নিশ্চিত করেন ব্রিল এমবোলো।

গত ইউরোর শেষ ষোলোয় ফ্রান্সকে বিদায় করেছিল সুইজারল্যান্ড। একই আসরে হাঙ্গেরিরও পুনরুত্থান দেখা গিয়েছিল। তাই তাদের পক্ষেও বাজি ধরার লোক কম ছিল না।

তবে জার্মানিতে আসল কাজটা শুরুতেই সেরে রাখল সুইজারল্যান্ড। জার্মানি, স্কটল্যান্ডসহ এই গ্রুপ থেকে সেরা দুই দলের একটি হয়ে শেষ ষোলোয় যেতে এই ম্যাচটিই ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। তাতে জয় তুলে নিয়ে সেই পথে এগিয়ে থাকল সুইসরাই।

আগেরদিন স্কটল্যন্ডকে ৫-১ গোলে বিদ্বস্থ করা জার্মানি গোল ব্যবধানে এগিয়ে থেকে এই মুহূর্তে গ্রুপ শীর্ষে।
সুইসরা দ্বিতীয় স্থানে। তিনে হাঙ্গেরি ও সবার নিচে স্কটল্যান্ড।

বাংলাদেশ সময়: ২৩:০১:০৮   ১৯ বার পঠিত  




খেলা’র আরও খবর


বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ



আর্কাইভ