প্রিন্সেস অব ওয়েলস প্রথম প্রকাশ্যে আসছেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রিন্সেস অব ওয়েলস প্রথম প্রকাশ্যে আসছেন
শনিবার, ১৫ জুন ২০২৪



প্রিন্সেস অব ওয়েলস প্রথম প্রকাশ্যে আসছেন

ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস ক্যাথেরিন ক্যান্সার শনাক্তের পর শনিবার প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন।
তিনি মধ্য লন্ডনে ট্রুপিং দ্য কালার মিলিটারি প্যারেডে অংশ নিচ্ছেন।
গত বছরের ডিসেম্বরের পর কেট (৪২) আর জনসম্মুখে আসেননি। ২০২৪ সালে এটিই হতে যাচ্ছে তার প্রথম প্রকাশ্যে আসা।
মার্চে ক্যান্সার শনাক্তের পর থেকে তার স্বাস্থ্য নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়।
শুক্রবার সন্ধ্যায় তিনি সামাজাকি যোগাযোগ মাধ্যমে শরীরের অগ্রগতির কথা জানান।
কেটের শ্বশুর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার শনাক্তের কয়েক সপ্তাহ পর তারও একইরোগে আক্রান্তের খবর আসে। তবে তাদের কি ধরনের ক্যান্সার হয়েছিল তা প্রকাশ করা হয়নি।
এপ্রিলে ব্রিটেনের রাষ্ট্র প্রধান চার্লস তার জনদায়িত্ব শুরু করবেন বলে আভাস দেয়া হয়। এরপর তিনি একাধিক কাজে যোগ দেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেট আরো লেখেন, আমি সপ্তাহান্তে পরিবারের সাথে রাজার জন্মদিনের প্যারেডে যোগ দেয়ার জন্যে উন্মুখ হয়ে আছি। এছাড়া গ্রীস্মজুড়ে আরো কিছু জনদায়িত্ব পালনের আশা করছি।
উল্লেখ্য, ব্রিটেনের রাজার আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে প্রতিবছর জুনে ট্রুপিং দ্য কালার প্যারেডটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯:০৬:৪১   ১৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
গুলি করে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করলো যুক্তরাষ্ট্র
জার্মানিতে ক্রিসমাস মার্কেটে হামলায় নিহত বেড়ে ৫



আর্কাইভ