ঈদে ট্রেনে মানুষের নির্বিঘ্নে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে: রেলমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » ঈদে ট্রেনে মানুষের নির্বিঘ্নে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে: রেলমন্ত্রী
শুক্রবার, ১৪ জুন ২০২৪



ঈদে ট্রেনে মানুষের নির্বিঘ্নে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে: রেলমন্ত্রী

ঈদুল ফিতরের মতো এ ঈদেও ট্রেনে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

শুক্রবার (১৪ জুন) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে জেলা পরিষদ ডাকবাংলাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এবার শুধু আমরা ট্রেনে মানুষকেই পৌঁছে দিচ্ছি না। ক্যাটল ট্রেনে গবাদি পশু পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে গবাদি পশু নিয়ে মানুষ নির্বিঘ্নে ঢাকার হাটগুলোতে আসছেন।

তিনি বলেন, আমি গতকাল কমলাপুর রেল স্টেশন ভিজিট করেছি। সেখানে ৩০ টি ট্রেন ইনটাইম ছেড়েছে। এক সেকেন্ডও এদিক সেদিক হয়নি।

ঈদ শেষে মানুষ যাতে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারেন সেই ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:২৯   ২০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক



আর্কাইভ