টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারি » টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের শ্রদ্ধা
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪



টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের শ্রদ্ধা

জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মো. আব্দুস সামাদ। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে পবিত্র ফাতেহাপাঠ করে তিনি বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ূ কামনায়।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শণ বইতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ড. মো. আতাউল গনি, ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মীর্জা মো. হাসান খসরু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
এরপর মহাপরিচালক বঙ্গবন্ধুর বাল্যশিক্ষা গ্রহণের বিদ্যাপীঠ গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
দুপুরে মহাপরিচালক মো. আব্দুস সামাদ টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুম ‘বজ্রকন্ঠে’ গোপালগঞ্জ জেলার ইন্টিগ্রেটেড সফটওয়্যার প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:২৮   ১৫৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ