শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে রবির ৪ কোটি টাকার চেক হস্তান্তর

প্রথম পাতা » ছবি গ্যালারি » শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে রবির ৪ কোটি টাকার চেক হস্তান্তর
বুধবার, ১২ জুন ২০২৪



শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে রবির ৪ কোটি টাকার চেক হস্তান্তর

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৪ কোটি ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে রবি আজিয়াটা লিমিটেড।

বুধবার (১২ জুন) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরীর হাতে রবি আজিয়াটা লিমিটেড প্রতিনিধি দল এ চেক হস্তান্তর করেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মো. মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে শরিফ শাহ জামাল রাজ (ভাইস প্রেসিডেন্ট, হেড অফ পাবলিক অ্যাফেয়ার্স এবং সাসটেইনেবিলিটি), মোহাম্মদ সরফরাজ হায়দার (ভাইস প্রেসিডেন্ট, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স), তাসনুভা আমরীন জামান (ভাইস প্রেসিডেন্ট, মানবসম্পদ বিভাগ) প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৫৭   ১৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার



আর্কাইভ