মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলা সদরের জুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ জুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয় শাখার আয়োজনে কর্মসূচিতে বিভিন্ন প্রকার ফলজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপন করা। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ রুদ্রপাল, আব্দুল জলিল, বসুন্ধরা শুভসংঘ জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি অণর্ব ধর, সাধারণ সম্পাদক স্বস্তিকা সূত্রধর ও সাংগঠনিক সম্পাদক চন্দ্রিমা ঘোষসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে আয়োজকরা জানান, পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছ সবচেয়ে বেশি ভূমিকা রাখে। অথচ অযাচিতভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে। ফলে জলবায়ুর নেতিবাচক প্রভাবে ভুগছে দেশ। তাই দেশের পরিবেশ রক্ষায় এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:০৭:০৮ ১৭ বার পঠিত