মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
মঙ্গলবার, ১১ জুন ২০২৪



মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলা সদরের জুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ জুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয় শাখার আয়োজনে কর্মসূচিতে বিভিন্ন প্রকার ফলজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপন করা। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ রুদ্রপাল, আব্দুল জলিল, বসুন্ধরা শুভসংঘ জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি অণর্ব ধর, সাধারণ সম্পাদক স্বস্তিকা সূত্রধর ও সাংগঠনিক সম্পাদক চন্দ্রিমা ঘোষসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে আয়োজকরা জানান, পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছ সবচেয়ে বেশি ভূমিকা রাখে। অথচ অযাচিতভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে। ফলে জলবায়ুর নেতিবাচক প্রভাবে ভুগছে দেশ। তাই দেশের পরিবেশ রক্ষায় এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৭:০৮   ১৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ