ওমানের বিপক্ষে স্কটল্যান্ডের বড় জয়ে বিপাকে ইংল্যান্ড

প্রথম পাতা » খেলা » ওমানের বিপক্ষে স্কটল্যান্ডের বড় জয়ে বিপাকে ইংল্যান্ড
সোমবার, ১০ জুন ২০২৪



ওমানের বিপক্ষে স্কটল্যান্ডের বড় জয়ে বিপাকে ইংল্যান্ড

চলতি বিশ্বকাপে একের পর এক ধাক্কা খাচ্ছে বড় দলগুলো। পাকিস্তানের পর এবার বিদায়ের শঙ্কায় বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এরপর প্রথম দুই ম্যাচে টানা জয়ে ইংলিশদের বিপাকে ফেলে শেষ আট নিশ্চিতে আরও একধাপ এগিয়ে গেল স্কটল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটিশরা জয় পেয়েছে ওমানের বিপক্ষে।

গতকাল রোববার (৯ জুন) দিনগত রাতে অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে ওমান। জবাবে, ১৩.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্কটল্যান্ড। ৭ উইকেটের জয়ে শেষ আটের পথ সহজ করল স্কটিশরা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্র নিয়ে শীর্ষে স্কটল্যান্ড। আর দুইয়ে আছে অস্ট্রেলিয়া। তারাও দুই ম্যাচে শতভাগ জয় পেয়েছে।

১৫১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২১ রানের মাথায় জোনসকে হারায় স্কটল্যান্ড। এরপর মুনশি- ম্যাকমুলেন জুটির দৃঢ়তায় ম্যাচ অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে আনে স্কটিশরা। ২ চার ও ৪ ছক্কায় ২০ বলে ৪১ রানে ফেরেন মুনশি। তিনি ফিরলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন ম্যাকমুলেন। ৯ চার ও ২ ছক্কায় সাজানো ম্যাকমুলেনের ৩১ বলে ৬১ রানের অপরাজিত দুর্দান্ত এক ইনিংসের সুবাদেই মাত্র ১৩ ওভার ১ বলে ওমানের দেওয়া লক্ষ্য ছুঁয়ে ফেলে স্কটিশরা।

এর আগে, ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি ওমান। দলীয় ২১ রানের মাথায় প্রথম উইকেট দলটি। এরপর আথাভালে-ইলিয়াস জুটি ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন দলকে। বেশ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪ ওভারের মাঝেই ৪৪ রান ওঠে ওমানের। ২ ছয় ও ১ চারে ৬ বলে ১৬ করা ইলিয়াসকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন সাফয়ান শরিফ।

ইলিয়াস ফেরার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ওমান। ৪০ বলে ৫৪ রানে আথাভালে ফিরলে ১১৪ রানে ৫ উইকেট হারানো ওমান খুব বড় স্কোর দাঁড় করাতে পারবে না বলেই মনে হচ্ছিল। তবে শেষের দিকে আয়ান খানের অপরাজিত ৪১ রানের সুবাদে ১৫০ ছোঁয়া ওমানের ইনিংস। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫০ রানে থামেন তারা।

বাংলাদেশ সময়: ১৬:১৪:২০   ১৪ বার পঠিত  




খেলা’র আরও খবর


বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ



আর্কাইভ