সিলেটের চামেলিবাগে টিলা ধসে মাটি চাপায় শিশুসহ তিন জন নিখোঁজ রয়েছে। আহত চার জনকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, সিলেট সিটি করপোরেশনের একাধিক টিম এবং স্থানীয়রা।
আজ সকাল ৭টায় সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলিবাগ ২ নম্বর সড়কের ৮৯ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ তিন জন হলেন, আগা রফিক উদ্দিনের ছেলে আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী মোছা. শাম্মী আক্তার রুজি (২৭) ও তাদের ২ বছরের শিশু তানিজ।
এদিকে, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫৯ ১২ বার পঠিত