বজ্রপাত : বিরামপুরে কলেজছাত্র, পীরগঞ্জে গৃহবধূর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারি » বজ্রপাত : বিরামপুরে কলেজছাত্র, পীরগঞ্জে গৃহবধূর মৃত্যু
শুক্রবার, ৭ জুন ২০২৪



বজ্রপাত : বিরামপুরে কলেজছাত্র, পীরগঞ্জে গৃহবধূর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে জুয়েল (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টায় দিকে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের লালঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল ওই এলাকার গোলজার হোসেনের ছেলে। তিনি আফতাব গঞ্জ সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল হক বজ্রপাতে জুয়েলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে একটি কালভার্টের বসে ছিল জুয়েল। এসময় হঠাৎ করে বজ্রপাত ঘটে। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে লিপি আকতার নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ জুন) দুপুরে উপজেলার রনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত লিপি ওই গ্রামের ফিরোজ্জামানের স্ত্রী।

জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, দুপুরে ঝড়-বৃষ্টি আসছে দেখে লিপি আক্তার বাড়ির পাশে শুকাতে দেওয়া ভুট্টার ডাটা তুলতে যান। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আলম বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:২৬   ১৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ