জেলার ছাগলনাইয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মজুমদার।
আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১টি পৌরসভা ও ৫ ইউনিয়নের ৫৪টি কেন্দ্রে ভোট ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকে মিজানুর পেয়েছেন ৫৪ হাজার ৯২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এএসএম সহিদ উল্লাহ মজুমদার দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৪৯ ভোট।
বুধবার রাতে ভোট গণনা শেষে বেসরকারীভাবে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অভিষেক দাস।
নির্বাচিত হয়ে মিজানুর রহমান মজুমদার বলেন, উন্নয়নের জয় হয়েছে। বিগত ১৫ বছর যাবত আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছেন মানুষের সে ধারাবাহিকতা বজায় রাখতে আমাকে ভোট দিয়ে জয় করেছে। আমি উন্নয়নের ধারা বজায় রেখে উপজেলার মানুষের জন্য কাজ করতে চাই।
বাংলাদেশ সময়: ২৩:৫২:৫৫ ২১ বার পঠিত