বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে রাঙ্গামাটিতের, র্যালী বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
করবো ভূমি পুনরুদ্ধার,রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
সভার শুরুতে পরিবেশ নিয়ে জন সচেতন তামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম মান্না।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো: জাহিদুল ইসলাম, সাংবাদিক সুনীল কান্তি দে, নন্দন দেবনাথ, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা প্রমুখ।
আলোচনা সভার আগে শহরের হ্যাপিড় মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয় । পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৩২:৩০ ৩৭ বার পঠিত