সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত

প্রথম পাতা » চট্রগ্রাম » সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত
মঙ্গলবার, ৪ জুন ২০২৪



সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। পরে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (৪ জুন) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার আশরাফুল ইসলামের ছেলে গাড়ির চালক মো. সাগর (২৬) ও হেলপার বেলাল হোসেন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ছুপুয়া এলাকায় ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যান নষ্ট হয়ে যায়। পরে চালক ও হেলপার অপর একটি কাভার্ডভ্যানের সহায়তা নেয়। নষ্ট কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়ার জন্য তারা অন্য কাভার্ডভ্যানের সামনে পাইপ লাগাতে যান। এ সময় সহায়তাকারী কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন চালক ও হেলপার। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম লোকমান হোসাইন সময় সংবাদকে বলেন, দুর্ঘটনাকবলিত ৩টি কাভার্ডভ্যান আটক করা হলেও ঘাতক কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। স্বজনরা আসলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:৩০:৫৩   ১৮ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা



আর্কাইভ