পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলায় সাজা হলে আগামী নির্বাচনে তাকে ভোট দেয়া নিয়ে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছেন সমর্থকরা। এবার নিজেই শঙ্কা প্রকাশ করে বলেছেন, সম্ভাব্য কারাভোগ সামলাতে পারবেন তিনি। তবে জনগণ সেটা গ্রহণ করতে পারবে কিনা তিনি নিশ্চিত নন।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (২ জুন) ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস উইকেন্ড’ অনুষ্ঠানে রেকর্ড করা সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় জনগণের জন্য এটা গ্রহণ করা কঠিন হবে। আপনি জানেন, কোনো এক পর্যায়ে, সহ্যের বাধ ভাঙতে পারে।’
তবে জনগণের প্রতিক্রিয়া কী হতে পারে, সে ব্যাপারে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। প্রথমবারের মতো একজন মার্কিন প্রেসিডেন্টের ফৌজদারি মামলার সমাপ্তি নিয়ে বলতে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটা খুব কঠিন সমাপ্তি ছিল।’
আগামী ১১ জুলাই ট্রাম্পের এই মামলার আনুষ্ঠানিক রায় ঘোষণা করবেন বিচারক। তাকে কী জেলে যেতে হবে, নাকি জরিমানা দিয়েই পার পাবেন এ নিয়ে চলছে নানা আলোচনা।
জেলে পাঠানোর বিষয়ে ট্রাম্পের সাবেক প্রেসিডেন্ট পদ এবং বর্তমান প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থিতার বিষয়টি বিবেচনায় নিতে পারেন বিচারকরা, এমনটিই ধারণা করা হচ্ছে। তবে সাজা যাই হোক না কেনো আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার কিছুটা প্রভাব পড়বে এতে সন্দেহ নেই।
চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ইতোমধ্যেই ‘রিপাবলিকান ককাস’-এ প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ট্রাম্প।
ট্রাম্পের সাজা ঘোষণার কয়েক দিন পরই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন। ওই সম্মেলনেই তাকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করার কথা রয়েছে। তবে রিপাবলিকান নেতৃত্ব সর্বসম্মতভাবে প্রার্থীদের বিরোধিতা করে প্রস্তাব নিলে সমস্যা বাড়তে পারে ট্রাম্পের।
বাংলাদেশ সময়: ১২:৫৩:৪৭ ২০ বার পঠিত