পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪



পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩০ মে, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি দীপংকর তালুকদার এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, মোঃ শাহাব উদ্দিন, এস এম আতাউল হক, মোঃ ছানুয়ার হোসেন ছানু, এবং আরমা দত্ত অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

সুন্দরবনের জীববৈচিত্র্য বিষয়ে বৈঠকে সার্বিকভাবে আলোচনা করা হয় এবং কমিটির সদস্য আরমা দত্তকে আহ্বায়ক করে এস, এম, আতাউল হক ও মো: ছানুয়ার হোসেন ছানুকে সদস্য করে ১নং সাব-কমিটি গঠন করা হয়। সুন্দরবনের অভ্যন্তরে মিঠা পানির পর্যাপ্ত সরবরাহের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় কপ সম্মেলনের প্রস্তুতি বিষয়ে আলোচনাসহ বন অধিদপ্তরের অধীনে চলমান বিভিন্ন প্রকল্প রংপুর ও দিনাজপুরের বনাঞ্চল নিয়ে সমীক্ষা প্রকল্প ও সুন্দরবন অঞ্চল নিয়ে কারিগরি প্রকল্পের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য অধিদপ্তর ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩৯:০৬   ৬৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও
বান্দরবানের লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য উপদেষ্টা
আগামী ২ মাসের মধ্যে নতুন একাধিক রাজনৈতিক দল হবে: সারজিস আলম
সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয়
সেন্টমার্টিনে সাগরে বিকল পর্যটকবাহী জাহাজ, পরে উদ্ধার



আর্কাইভ