ফিওরেন্তিনাকে হারিয়ে কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোস

প্রথম পাতা » খেলা » ফিওরেন্তিনাকে হারিয়ে কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোস
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪



ফিওরেন্তিনাকে হারিয়ে কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোস

ইউরোপিয়ান প্রতিযোগিতায় এর আগে কোনো সাফল্যই ছিল না গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের। উয়েফা কনফারেন্স লিগের ট্রফি দিয়ে সেই অভাবমোচন করল তারা। অন্যদিকে টানা দুবার কনফারেন্স লিগের ফাইনাল হারল ফিওরেন্তিনা, আগের মৌসুমে তারা হেরেছিল ওয়েস্ট হ্যামের কাছে।

কনফারেন্স লিগের ফাইনালে বুধবার (২৯ মে) ফিওরেন্তিনাকে হারিয়েছে অলিম্পিয়াকোস। দেশের মাটিতে অনুষ্ঠিত ফাইনালে ১-০ ব্যবধানে জয় পায় তারা।

সোফিয়া স্টেডিয়ামে প্রথমার্ধে শেষে ম্যাচ ছিল গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধেও স্কোরে কোনো তারতম্য হয়নি। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। যেখানে ১১৬ মিনিটে সান্তিয়াগো হেজের অ্যাসিস্ট থেকে গোল করেন এল কাবি। তাতে নিশ্চিত হয় তাদের প্রথম ইউরোপিয়ান ট্রফি।

শিরোপা নির্ধারণী ম্যাচে একমাত্র গোল করা কাবিই এবারের প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা। মোট ১১টি গোল করেছেন তিনি। ৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ম্যাকাবি তেল আবিবের এরান জাহাবি। দিনামো জাগরেভের ব্রুনো পেটকোভিচ করেছেন ৭ গোল।

এ জয়ের ফলে আগামী মৌসুমের ইউরোপা লিগের টিকিট নিশ্চিত করল অলিম্পিয়াকোস। বাছাইপর্ব না খেলে সরাসরি লিগ পর্বে খেলবে তারা

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৪৪   ৩৫ বার পঠিত  




খেলা’র আরও খবর


টস জিতে ব্যাটিংয়ে রংপুর
একই রাতে হারের স্বাদ পেল চেলসি-ম্যানইউ
বাবরের অপেক্ষা ফুরোল, রোমাঞ্চের অপেক্ষায় সেঞ্চুরিয়ন টেস্ট
বড় ক্লাবের মালিক হতে চান রোনালদো
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা



আর্কাইভ