সৌদি এয়ারলাইন্সের নারী ক্রুর কাছে মিলল ২ কেজি সোনা

প্রথম পাতা » ছবি গ্যালারি » সৌদি এয়ারলাইন্সের নারী ক্রুর কাছে মিলল ২ কেজি সোনা
বুধবার, ২৯ মে ২০২৪



---

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে সৌদি এয়ারলাইন্সের এক নারী কেবিন ক্রুকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, সৌদি আরবের রিয়াদ থেকে এসভি–৮০৪ ফ্লাইট মঙ্গলবার রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমসের গ্রিন চ্যানেলে ওই ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে তল্লাশি করে এনএসআই, কাস্টমস ও এপিবিএনের যৌথ দল।

তল্লাশির সময় রোকেয়া খাতুনের কাছ থেকে ১১টি সোনার বার, ৮টি সোনার চুড়ি ও ১টি সোনার চেইন উদ্ধার করা হয়। যার সম্মিলিত ওজন ১ কেজি ৯৭৯ গ্রাম।

পরে রোকেয়া খাতুনের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান মোহাম্মদ জিয়াউল হক।

বাংলাদেশ সময়: ১২:৩৩:১৮   ১৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ এবার মালয়েশিয়ায়, দ্রুত বিস্তারের শঙ্কা!
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বড় জয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে সিরিজ শুরু নিউজিল্যান্ডের



আর্কাইভ