বরিশাল নগরীতে তিনতলা ছাদের উপরের দেয়াল ধসে পাশের একটি খাবার হোটেলের উপর পড়ে দুইজন মারা গেছেন। সোমবার ভোর সাড়ে চারটার দিকে নগরীর রুপাতলী লিলি পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
নিহরা হলেন, হোটেল মালিক লোকমান হোসেন ও কর্মচারী মোকছেদুর রহমান।
আহত অপর কর্মচারী সাকিবকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি আরিচুল হক জানিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে থাকা ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, ছাদের উপরের দেয়াল বৃষ্টি ও ও ঝোড়ো বাতাসে ধসে পাশের টিনের খাবার হোটেলের উপর পড়ে। এতে টিনের চালসহ দেয়ালের নিচে চাপা পড়ে ঘুমন্ত হোটেল মালিকসহ দুই কর্মচারী।
তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৫:০০:৫০ ১৭ বার পঠিত