ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৮৮৫টি আশ্রয় কেন্দ্র

প্রথম পাতা » খুলনা » ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৮৮৫টি আশ্রয় কেন্দ্র
শনিবার, ২৫ মে ২০২৪



ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৮৮৫টি আশ্রয় কেন্দ্র

ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৮৮৫টি আশ্রয় কেন্দ্র। সম্ভাব্য ঘূর্ণিঝরের আঘাত ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি এড়াতে এই প্রস্তুতি নিয়েছে জলা প্রশাসন।
আজ সকালে জেলা প্রাশাসনের উদ্যোগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম জানান, ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়ের জন্য জেলায় ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬২টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে ৩৭টি মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের ৮টি উদ্ধারকারী দল।
এছাড়া নগদ ১৩ লাখ ৭৫ হাজার টাকা এবং জরুরী মুহুর্তে বিতরনের জন্য ৪’শ মেট্রিক টন চাল মজুদ আছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ৪২৪ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে। সকল সরকারি কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে। তাৎক্ষণিক যোগাযোগের জন্য ৬টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডাক্তার জহিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১২:১৭   ১৮ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বললেন, ‘আমরা কাউকে ছেড়ে কথা বলবো না’
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার



আর্কাইভ